Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আবাসন বরাদ্দ প্রদানের লক্ষ্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তান/ওয়ারিশদের নিকট থেকে আবেদন গ্রহণ সংক্রান্ত নোটিশ
বিস্তারিত

উপসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা শাখা, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকা মহোদয়ের স্মারক নং- ৪৮.০০.০০০০.০০৮.১৪.২৯৮(৪).২৩.৪৫৬ তারিখঃ ১৪/০৫/২০২৪খ্রিঃ মোতাবেক অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মন্ত্রণালয়ের সংরক্ষিত কোটা হতে আবাসন বরাদ্দের নিমিত্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রেরণের নির্দেশনা পাওয়া যায় ও অত্র উপজেলায় বরাদ্দ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় উপজেলা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দের জন্য সুবিধাভোগী নির্বাচন বিষয়ক কমিটির সভা করে আগামী ১৪ আগস্ট, ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তান/ওয়ারিশদের নিকট থেকে আবেদন উপজেলা সমাজসেবা কার্যালয়, সারিয়াকান্দি, বগুড়ায় জমা প্রদানের জন্য নোটিশ জারি করা হয় (নোটিশ সংযুক্ত)। পরবর্তীতে আবেদনগুলি যাচাই বাছাই করে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী এবং ওয়ারিশদের মধ্যে বরাদ্দ প্রদান করা হবে। এক্ষেত্রে আবশ্যিকভাবে নিজস্ব জায়গা থাকতে হবে। অধিকতর জানার প্রয়োজন হলে অথবা কোন সমস্যার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করুন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসে যোগাযোগ করতে পারেন।

প্রকাশের তারিখ
11/07/2024
আর্কাইভ তারিখ
15/08/2024