|
|||
|
ক্রমিক নং |
সেবা সমুহ |
সেবাদান পদ্ধতি |
১ |
পল্লী সমাজ সেবা কার্যক্রম |
১. উপজেলা কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তিক গ্রাম নির্বাচন। ২. গ্র্রাম পর্যায়ে জরিপ, কর্মদল এবং গ্রাম কমিটি গঠন। ৩. বৃ্ত্তিমুলক/ সামাজিক ও স্বাস্থ বিষয়ক ওরিয়েন্টেশন। ৪. গ্রাম কমিটির নিকট ঋন প্রাপ্তির জন্য স্কীম সহ নির্ধারিত ফর্মে আবেদন। ৫. গ্রাম কমিটির সুপারিশ। ৬. উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক স্কীম এর সম্ভব্যতা যাচাই। ৭. কার্যক্রম বাস্তবায়ন কমিটির অনুমোদন ও ঋন বিতরন। * সেবা সমুহ বিনা মুল্যে প্রদান করা হয়। |
২ |
এসিড দগ্ধ ও প্রতিবন্ধিদের পুনর্বাসন কার্যক্রম। |
১. প্রতিবন্ধিদের জরীপ ফর্ম পুরন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধি হিসাবে অর্ন্তভুক্তি। ২. বৃ্ত্তিমুলক/ সামাজিক ও স্বাস্থ বিষয়ক ওরিয়েন্টেশন। ৩. ঋন প্রাপ্তির স্কীম সহ জন্য নির্ধারিত ফর্মে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আবেদন। ৪. উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক স্কীম এর সম্ভব্যতা যাচাই। ৫. উপজেলা কার্যক্রম বাস্তবায়ন কমিটির অনুমোদন ও ঋন বিতরন। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
৩
|
বয়স্ক ভাতা কার্যক্রম। |
১. সমাজসেবা অফিসার বরাবর নিধারিত ফর্মে আবেদন। ২. বয়স এর ক্ষেত্রে পুরুষ ৬৫ বছর ও মহিলা ৬২ বছর ৩. ব্যাপক প্রচারের মাধ্যমে ওয়ার্ড ভিক্তিক প্রার্থি বাছাই ওনির্বাচন। ৪. চেয়ারম্যান, উপজেলা পরিষদ সভাপতিত্তে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থি বাছাই ও নির্বাচন। ৫. উপজেলা হিসাব রক্ষন অফিস হতে ভাতার সংত্রান্ত পাশ বই অনুমোদন। ৬. সংশ্লিষ্ট ইউনিয়ন/ ওয়ার্ডের জন্য নিধার্রিত তফসিলি ব্যাংক কতৃক ভাতা বিতরন। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
৪ |
অসচ্ছল প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা, দলিত হরিজন ভাতা ও হিজরা ভাতা কার্যক্রম। |
১. সমাজসেবা অফিসার বরাবর নিধারিত ফর্মে আবেদন। ২. চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর সভাপতিত্তে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থি বাছাই ও নির্বাচন। ৩. উপজেলা হিসাব রক্ষন অফিস হতে ভাতার সংত্রান্ত পাশ বই অনুমোদন। ৪. সংশ্লিষ্ট ইউনিয়ন/ ওয়ার্ডের জন্য নিধার্রিত তফসিলি ব্যাংক কতৃক ভাতা বিতরন। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
৫ |
স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন কার্যক্রম |
১.আবেদনের প্রেক্ষিতে সংগঠনের নামকরনের ছাড়পত্র গ্রহন। ২. নিধারিত ফর্মে প্রয়োজনিয় কাগজ পত্রাদি সহ নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদন। ৩. ৫০০০ টাকার ট্রেজারি চালান। ৪. দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কতৃক সরেজমিনে তদন্ত। ৫. নিবন্ধনের জন্য সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন ওনিবন্ধন প্রদান। * ট্রেজারি চালান ব্যতিত অন্যান্য সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
৬ |
নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের মধ্যে অনুদান প্রদান। |
১. বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক অনুদান প্রদানের জন্য আবেদন সংগ্রহের বিজ্ঞপ্তি জারী। ২. সংশ্লিষ্ট সেবা কেন্দ্রসমুহে আবেদন পত্র প্রেরন। ৩. সেবা গ্রহিতাদের মধ্যে আবেদন পত্র বিক্রয়/ বিতরন। ৪. নির্ধারিত ফর্মের আবেদন (বিষেশ অনুদানের জন্য প্রতিষ্ঠান / সংগঠন/ সংস্থা এর ক্ষেত্রে নিজস্ব প্যাডে ও দুস্থ ব্যক্তিগণ সাদা কাগজে আবেদন করতে পারবেন)। ৫. আবেদন পত্র সমুহ সংশ্লিষ্ট সমাজসেবা কাযালয়ে জমা। ৬. সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক যাচাই বাছাই ও জেলা সমাজ কল্যান পরিষদে প্রেরণ। ৭. জেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাছাই ও সুপারিশ। ৮. বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তক চুড়ান্ত নির্বাচন । ৯. জেলা/ উপজেলা সমাজসেবা কার্যালয়ে চেক প্রেরণ। ১০. অনুদান বিতরন। * আবেদন পত্রের জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হবে। |
৭ |
ক্যাপিটেশন গ্র্যান্ট। |
১. শিশুসদনের নিজস্ব প্যাডে সংশ্লিষ্ট উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সচিব,সমাজকল্যান মন্ত্রনালয় বরাবর আবেদন। ২. সমাজসেবা কর্মকর্তা কর্তৃক সরেজমিন পরিদর্শন, নির্ধারিত জরীপ ফরম পুরণ পূর্বক প্রতিবেদন সুপারিশ সহ উপ-পরিচালক বরাবর প্রেরণ। ৩. উপ-পরিচালক কর্তৃক জরীপ ফরম ও প্রাসংঙ্গিক তথ্যাবলী সুপারিশ সহকারে মহাপরিচালক, সমাজমেবা অধিদপ্তর, সদর কার্যালয়, ঢাকা বরাবর প্রেরন। ৪. মহাপরিচালকের সুপারিশসহ মন্ত্রনালয়ে প্রস্তাব প্রেরণ। ৫. সচিব সমাজকল্যান কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্ট অনুমোদন ও বরাদ্দ প্রদান। ৬. সংশ্লিষ্ট কার্যালয়ে বিল দাখিল ও বরাদ্দ তদন্ত সাপেক্ষে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
৮ |
প্রবেশন কার্যক্রম |
১. বিজ্ঞ আদালতে সাজাপ্রাপ্ত লঘু অপরাধী/ ১ম অপরাধী কর্তৃক আবেদন। ২. বিজ্ঞ আদালত কর্তৃক প্রবেশন অফিসারকে অপরাধী সম্পর্কে প্রাকদন্ডাদেশ প্রতিবেদন প্রদানের আদেশ। ৩. প্রবেশন অফিসার কর্তৃক প্রাকদন্ডাদেশ প্রতিবেদন দাখিল। ৪. বিজ্ঞ আদালত কর্তৃক প্রবেশন মঞ্জুরী (অপরাধী কর্তৃক বন্ড সহি প্রদান সাপেক্ষে)। ৫. প্রবেশন মেয়াদে অপরাধিকে কাউন্সিলিং, মনিটরিং সহ তার উন্নয়নের বিষয়ে সার্বিক সহায়তা প্রদান। ৬. প্রবেশন অফিসার কর্তৃক নিয়মিত আদালতে প্রতিবেদন দাখিল। ৭. প্রবেশন মেয়দান্তে প্রবেশন অফিসারের প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক প্রবেশনারকে মুক্তি প্রদান/ কারাগারে প্রেরণ। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
৯ |
আফটার কেয়ার সার্ভিসেস |
১. প্রবেশন অফিসারের নিকট আবেদন। ২. অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি অনুমোদন সাপেক্ষে আর্থিক সহায়তা প্রদান। ৩. অথবা উপজেলা সমাজসেবা অফিসারের নিকট সুপারিশ সহ আবেদন পত্রটি প্রেরন। ৪. উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক সুদমুক্ত ঋন কার্যক্রমের আওতার সহায়তা প্রদান। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
১০ |
প্রতিবন্ধী ও দলিত হরিজন ও হিজরা শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসুচী |
১. উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নির্ধারিত ফরমে জরীপ কাজ সম্পাদন। ২. সমাজসেবা অফিসার বরাবর নিধারিত ফরমে আবেদন। ৩.উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্তে কমিটি কর্তৃক চুড়ান্ত প্রার্থী বাছাই ও নির্বাচন। ৪. সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট উপবৃত্তির চেক হস্তান্তর। ৫. শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট প্রতিবন্ধী শীর্ক্ষাথীকে প্রদান। * সেবা সমুহ বিনামুল্যে প্রদান করা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস